নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে দিবারাত্রীর শোক

গুরুদাসপুরে কর্মরত দিবারাত্রী’র সাংবাদিকরা জানান, ‘দেশের খ্যাতিমান একজন প্রতিথযথা সাংবাদিক ছিলেন আলমগীর মহিউদ্দিন। বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন তিনি।’

আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর)

Location :

Natore
আলমগীর মহিউদ্দিন
আলমগীর মহিউদ্দিন |ফাইল ছবি

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক দিবারাত্রী পরিবার।

রোববার (২৪ আগস্ট) এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন দৈনিক দিবারাত্রী’র সম্পাদক মো: আখলাকুজ্জামান, স্টাফ রিপোর্টার মিজানুর রহমান শাহাদৎ, আবুল কালাম আজাদ, রহমত আলী, নাইম ইসলাম, রাশিদুল ইসলামসহ দিবারাত্রী পত্রিকা পরিবারের সদস্যরা।

গুরুদাসপুরে কর্মরত দিবারাত্রী’র সাংবাদিকরা জানান, ‘দেশের খ্যাতিমান একজন প্রতিথযথা সাংবাদিক ছিলেন আলমগীর মহিউদ্দিন। বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন তিনি। তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ সম্পাদককে হারালাম। গণমাধ্যমে অসামান্য অবদানে অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি।’

সাংবাদিকরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

মরহুমের স্মৃতিচারণ করে দিবারাত্রির সম্পাদক আখলাকুজ্জামান জানান, ‘গত মে মাসে প্রিয় সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্যারের সাথে মোবাইলফোনে শেষ কথা বলেছিলাম। আমাকে অনেক স্নেহ করতেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দিতেন। বিশেষ করে আমার আব্বা মরহুম অধ্যাপক আত্হার হোসেন ছিলেন তার সম্পাদিত নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি। আব্বার মৃত্যুর খবর শুনে শোকাহত হয়েছিলেন তিনিও। আমার কাছে গুরুদাসপুরের খবরাখবর জানার চেষ্টা করতেন। আমি উৎসাহিত হয়ে উৎফুল্ল মন নিয়ে স্যারের সাথে কথা বলতাম। মহান আল্লাহপাক প্রিয় সম্পাদক স্যারকে বেহেশতবাসী করুন (আমিন)।’

উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিন শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।