রাজবাড়ীতে সেরা শিক্ষার্থী পুরস্কার বিতরণ

উৎসাহ প্রদান করতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩১ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেয়া হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
উপজেলার সেরা শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়
উপজেলার সেরা শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয় |নয়া দিগন্ত

পারফরমেন্স বেজড গ্র্যান্টস সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’র আওতায় রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩১ জন শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করতে এ পুরস্কার দেয়া হয়।

বুধবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: সাইদুর রহমান।

এছাড়া সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।