দিনাজপুরে কনকনে শীতে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
তাপমাত্রা উঠানামার মধ্যেও চলছে মাঝারি শৈত্য প্রবাহ। খেটে খাওয়া মানুষ ও দিন মজুররা শীতের কারণে বের হতে পারছেন না। দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি চলছে। দিনাজপুর শহরের সর্ববৃহৎ শীত বস্ত্রের মার্কেট কাছারি বাজারে সকল পেশার মানুষদের ভিড় বেড়েছে। অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেড়েছে বহুগুণ। সুযোগে পুরাতন শীত বস্ত্রের ব্যবসায়ীরা দ্বিগুণ তিনগুণ দাম বাড়িয়ে দিয়েছেন বলে ক্রেতারা জানান।
এদিকে আজ শৈত্য প্রবাহের কারণে আকাশ মেঘলা ছিল। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া সূত্র জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মাঝারি শৈত্য প্রবাহ পর্যন্ত অব্যাহত থাকবে।



