সূচনার বাংলা নববর্ষ উদযাপন

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সূচনার সংগঠক, শিল্পী ও সাধারণ সদস্যরা।

নয়া দিগন্ত অনলাইন
সূচনার বর্ষবরণ র‌্যালি
সূচনার বর্ষবরণ র‌্যালি |নয়া দিগন্ত

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন আ‌য়ো‌জিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহ‌ণের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়েছে ব‌রিশা‌লের সূচনা সাংস্কৃতিক সংসদ।

‌সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সার্কিট হাউস থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সূচনার সংগঠক, শিল্পী ও সাধারণ সদস্যরা।

শোভাযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে সদর রোড, হেমায়েত উদ্দিন রোড, দক্ষিণ চকবাজার, বান্দ রোড, ক্লাব রোড ঘুরে আবার সার্কিট হাউসে এসে শেষ হয়।

প্রতিষ্ঠার পর থে‌কেই সূচনা সাংস্কৃ‌তিক সংসদ দেশীয় সংস্কৃ‌তি ও বি‌ভিন্ন জাতীয় আ‌য়োজ‌নে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক‌রে আস‌ছে। তারই ধারাবা‌হিকতায় বাংলা নববর্ষ উদযাপন শোভাযাত্রায় অংশ নেয় সংগঠন‌টি।