অসুস্থ চাচাকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার। ভিটে-মাটিতে যেন আর ফেরা হলো না তাদের। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত (৩০) হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ মাস্টারের ছেলে এবং আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসা শেষে চমেক থেকে বাড়ি ফেরার পথে লালিয়ারহাট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। পরে ঘটনাস্থলে রাহাত এবং হাসপাতালে নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এদিকে দুর্ঘটনায় নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী। নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



