পটুয়াখালী-গলাচিপা সড়কে মোটরসাইকেলচাপায় সুলতান খা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরো তিনজন আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার গলাচিপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলতান খা গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর হরিদেবপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিলন সিকদার জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।