অভিবাসী দিবস উদযাপন

কিশোরগঞ্জে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহ করায় ইসলামী ব্যাংককে সম্মাননা

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো: মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগম নামের দুই প্রবাসী পরিবারের সদস্যদের হাতে এবং সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
কিশোরগঞ্জে সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহ করায় ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান
কিশোরগঞ্জে সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহ করায় ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান |নয়া দিগন্ত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, অভিবাসনবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে সম্মাননা দেয়া হয়।

এছাড়াও সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দুই প্রবাসী পরিবারের হাতে পুরস্কার, প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী তিন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক ও একজন প্রবাসীর প্রতিবন্ধী সন্তানের হাতে প্রতিবন্ধী ভাতার চেক তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টার যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১০টার দিকে জেলা সদরের কাটাবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চত্বরে ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: ইশতিয়াক ইমন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: অলিউল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জনশক্তি জরিপ কর্মকর্তা মো: ইব্রাহিম মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিনজন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক, প্রবাসীর প্রতিবন্ধী সন্তান হিসেবে একজনকে প্রতিবন্ধী ভাতার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো: মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগম নামের দুই প্রবাসী পরিবারের সদস্যদের হাতে এবং সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বেলুন উড়িয়ে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং জব ফেয়ারের ১২টি স্টল ঘুরে দেখেন।

এছাড়া এ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অতিথিরা অংশ নেন। দিবসটি উদযাপন অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিদেশ গমনে ইচ্ছুক প্রশিক্ষণার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।