শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার সিভিল সার্জনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মুফিদুল আলম।
সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে।
তিনি আরো জানান, আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। যা একমাসব্যাপী চলবে। প্রথম ১০দিন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরের ৮দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। তখন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে।
ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি টিমে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, টিকা দাতা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। জেলায় মোট ১৩ লাখ ৪৫ হাজার ৯৩৯জনকে এ ঠিকার আওতায় আনার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ, ডা: শারমিন ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি নওয়াব উদ্দিন, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ।