চাঁদাবাজি-জুলুমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : মোশাররফ হোসেন

পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
আলিপুর মৎস্য বন্দরে এক মতবিনিময় সভায় এ বি এম মোশাররফ হোসেন
আলিপুর মৎস্য বন্দরে এক মতবিনিময় সভায় এ বি এম মোশাররফ হোসেন |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি একটি আদর্শিক দল। দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, জুলুম বা অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বহিষ্কারও করা হবে।’

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘আলিপুর মৎস্য বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করা হয়। এই গুরুত্বপূর্ণ বন্দরটিকে সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে মাছ পরিবহনের সময় কোনো প্রকার হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা জুলুম বরদাস্ত করা হবে না। এমন অভিযোগ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।’

সভায় সভাপতিত্ব করেন আলিপুর বাজারের ব্যবসায়ী মো: মহিউদ্দিন মুসুল্লী সুলতান। এতে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি ও সাবেক লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সভা শেষে স্থানীয় ব্যবসায়ীরা মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।