বন্দরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বন্দরের আমিরাবাদ এলাকা হতে তাওহিদ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দর থানা, নারায়ানগঞ্জ
বন্দর থানা, নারায়ানগঞ্জ |নয়া দিগন্ত

বন্দরের আমিরাবাদ এলাকা হতে তাওহিদ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারী) বিকেল ৫টার দিকে আমিরাবাদস্থ কাঁশবন থেকে ওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।