পটুয়াখালীর বাউফলে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার জোমাদ্দারের ঘরে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতি করে স্বর্ণের গহনা নিয়ে যাওয়ার সময়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়দের পিটুনিতে মজিবর (৪০) ও তার সহযোগী রাজিব (৩০) আহত হন।
চিকিৎসাধীন রাজিব সাংবাদিকদের জানান, তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। নিহত মজিবরের বাড়ি বাউফল। তাদের সাথে কালাইয়া ইউনিয়নের বাচ্চু নামের আরো একজন ছিলেন। গণপিটুনির সময় তিনি পালিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, আহত অবস্থায় দুই ডাকাতকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মজিবর নামে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের নাম রাজীব। তিনি চিকিৎসাধীন আছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: আতিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ডাকাতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে। তাদের একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
সূত্র : বাসস