যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থানে অবস্থান করলো গাকৃবি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে।
এই অনবদ্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল কর্মপরিকল্পনার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিসির নেতৃত্বে মাত্র এক বছরের মধ্যে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে, যা গাকৃবির ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।
প্রকাশিত তালিকায় সারা বিশ্বের ১,৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই গাকৃবি অবস্থান। এর আগেও কিউএসের বিভিন্ন র্যাঙ্কিংতে গাকৃবির অবস্থান ঈর্ষণীয় ছিল।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ঐতিহাসিক অর্জন শুধুই একটি সংখ্যা নয়। এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা ও স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে আমরা এখানেই থেমে থাকব না। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে কিউএসসহ সকল র্যাঙ্কিংয়ে ১০০–২০০ তম স্থানে পৌঁছানো এবং দেশের প্রথম স্থানে উঠা।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ। কৃষির ভবিষ্যৎ নির্ভর করছে গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের উপর। গাকৃবি সেই ভবিষ্যৎকে আলোকিত করতে আরো বেশি অঙ্গীকারবদ্ধ।’
উল্লেখ্য, এর আগে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫ এবং ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি ডব্লিউইউআরআই র্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে রয়েছে, যা জাতীয়ভাবে প্রথম।



