সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, গোপন সংবাদের মাধ্যমে কারখানার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

Location :

Narayanganj
সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান
সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান |ছবি : নয়া দিগন্ত

কামাল উদ্দিন সুমন ও রিপন মাহমুদ আকাশ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে কোটি টাকার নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত দুইজনকে আটকও করা হযেছে।

বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় এ অভিযান চালায় পুলিশ। আটকরা হলেন- মিন্টু খান (৩৮) ও মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন এলাকায় সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এসব নকল স্ট্যাম্প দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন এবং ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের কয়েক কোটি টাকার স্ট্যাম্প জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি যে ভবনে পরিচালিত হচ্ছিল তার মালিক ছিলেন মৃত এমাদ হাজী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, গোপন সংবাদের মাধ্যমে কারখানার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, এখানে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছিল। আমরা বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত জানানো হবে।