আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩ নম্বর গেট এলাকার আবুল হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

ঢাকা সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়ি থেকে একসাথে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩ নম্বর গেট এলাকার আবুল হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- স্বামী রুবেল আহমেদ (৩৫), স্ত্রী সোনিয়া (২৮) ও তাদের কন্যা সন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়। রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী পোশাকশ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, সকাল থেকে তারা কেউ তাদের ঘরের দরজা খুলেনি। পরে বিকেলে পাশের ঘরের এক ভাড়াটিয়া ওই ঘরের জানালা দিয়ে উকি দিলে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আশুলিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে স্বামী রুবেল আহমেদের লাশ ঝুলন্ত অবস্থায় এবং মেয়ে ও স্ত্রীর লাশ খাটের উপর পড়ে থাকতে দেখে। পরে পুলিশ প্রাথমিক সুরতহাল শেষ করে লাশ তিনটি থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে অস্বাভাবিক মৃত্যু হওয়ায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। সেইসাথে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।