সুনামগঞ্জের বহুল আলোচিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর (৫২) রহস্যজনক মৃত্যুর ৫ দিনের মাথায় স্ত্রীর দায়ের করা মামলায় জমিয়তের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে সুনামগঞ্জ জেলা পুলিশ ও সিলেটের শাহপরাণ রহ: থানা পুলিশের সহযোগিতায় সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল তাকে গ্রেফতার করা হয়েছে বলে
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন নিশ্চিত করেছেন। অভিযানে শাহপরাণ রহ. থানা পুলিশ সহযোগিতা করে বলেও তিনি জানান।
গ্রেফতার ওই নেতা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জমিয়তের অন্য অংশের সাধারণ সম্পাদক।
গত বুধবার বিকেলে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় সাধারণ জিডিতে উল্লেখ করেন, তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিনই মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান চেয়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন দলের কেন্দ্রীয় নেতারা।
দিরাই থানা সূত্র জানায়, নিহত মুশতাক গাজীনগরীর স্ত্রী সৈয়দা রুবী বেগম ৭ সেপ্টেম্বর (রোববার) দিরাই থানায় একটি মামলা করেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি গাজীনগর থেকে বের হন মাওলানা মুশতাক। রাত সাড়ে ১০টার দিকে দিরাই রোড পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা যায়।
এরপর রাত সাড়ে ১১টায় একই স্থানের আরেকটি দোকানের সিসি ক্যামেরায় আবারো তার উপস্থিতি ধরা পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তবে নিখোঁজের ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে। এই খবরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।
গ্রেফতার আব্দুল হাফিজ সুনামগঞ্জ—৩ আসনের (জগন্নাথপুর— শান্তিগঞ্জ) সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের সমর্থক। অন্যদিকে নিহত মাওলানা মুশতাক গাজীনগরী জমিয়তের অন্য গ্রুপের (কাসেমী) সুনামগঞ্জ—৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর আত্মীয় বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সোমবার দুপুরে জানান, মুশতাক গাজীনগরীর স্ত্রীর দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। তাকে ভোর রাতে পুলিশ গ্রেফতার করেছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকও একই তথ্য জানিয়ে বলেন, আব্দুল হাফিজের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে খুনের মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।