ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
পরে সবুজবাগ মোড় ও কাজীপাড়া হয়ে তিতাস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম, এইচআরডি সম্পাদক ইমরান হোসাইন, সরকারি কলেজ সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি জুবায়ের ইসলাম বক্তব্য রাখেন।



