ভূরুঙ্গামারীতে মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষক সমাবেশ

ভূরুঙ্গামারীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) অগ্রযাত্রা ফাউন্ডেশনের আয়োজনে পাথরডুবী ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার ও পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর।

এছাড়া বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদের সহ-সভাপতি আমজাদ হোসেন, থানাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন ও পাথরডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পরীক্ষার ভালো ফলাফলেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলিও শিক্ষার অংশ। মাদকমুক্ত সুশৃঙ্খল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকসহ সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিতে হবে।

সমাবেশে পাথরডুবি ইউনিয়নের শতাধিক শিক্ষক এতে অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।