সিলেট ও সুনামগঞ্জ থেকে পৃথক অভিযানে ৩ কোটি টাকার অধিক ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট-সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ৩৬৫ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দ জিরা ও ট্রাকসহ এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এছাড়া বুধবার সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহল অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ কেজি জিরা, দুটি গরু, দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি পিকআপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি দুই দিনের অভিযানে ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।
এদিকে বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ১৮ নেতৃত্বাধীন টাস্কফোর্সের অভিযানে সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করে।
সুনামগঞ্জ ৮ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স মঈনপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস, ১৯৫ পিস কসমেটিক্সসামগ্রী জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির জেসিও-১০৫২২ নায়েব সুবেদার রফিকুল ইসলাম ছাড়াও বিজিবি সদস্য ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম স্থলপথের সাথে নৌপথেও অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি অব্যাহত আছে।’



