নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি টহল দল তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তিনজনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়।
আটকরা হলেন- উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ্যম পাড়ার বক্তার আহামদের ছেলে মো: আরফান অপি (১৯), অপর ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাসারের ছেলে মো: জিয়াবুল হক (৩৬)। তাদের কাছ থেকে ইয়াবা বহনের ব্যাগ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘আটক দুইজনকে ইয়াবা ও উদ্ধারকৃত মোবাইল ফোনসহ থানায় হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়া সহযোগীকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।