সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযান চালিয়ে ১২টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার সংলগ্ন একটি চা বাগানে অভিযান চালায় র্যাবের একটি আভিধানিক দল। অভিযান চালিয়ে চা-বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি এয়ারগান উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় চারটি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ছয়টি কালো রংয়ের নতুন এয়ারগান।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার নয়া দিগন্তকে জানান, সোমবার ভোরে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দু’জন লোক চেকপোষ্টের সামনে আসলে গাড়িটি থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ একটি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যান তারা। বস্তা তল্লাশি করে ভারতীয় চারটি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ছয়টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



