ফেনীর সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টুর ছোট ভাই ফখরুল ইসলামের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঢাকা ডেমরা থানা পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা ডেমরা এলাকার নির্জন ডোবার পাশে গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নিহত ফখরুল ইসলাম সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইলিয়াস হোসেনের ছোট ছেলে।
প্রবাস থেকে নিহতের বড় ভাই নুরুল ইসলাম ভুট্টু জানান, আমার ভাই স্থানীয় এলাকায় ব্যবসা করার জন্য দোকান নিয়েছিলেন। বিএনপির কিছু ছেলে তাকে হুমকি-ধামকি দেয়ায় তিনি ঢাকা গিয়ে আত্মগোপন করেন। এরপর আজ তার ঝুলন্ত লাশের খবর শুনলাম। ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, ফখরুলের মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে। এসব আঘাত আত্মহত্যার সাথে কোনোভাবেই মানানসই নয়। আমাদের দৃঢ় বিশ্বাস এটি হত্যাকাণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না।
ডেমরা থানা পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর ধরণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।



