সোনাগাজীতে অস্ত্র ও চাঁদাবাজি মামলায় রহিম গ্রেফতার

আব্দুর রহিমের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, চুরি ও মারামারির অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে অস্ত্র ও চাঁদাবাজি মামলায় রহিম গ্রেফতার
সোনাগাজীতে অস্ত্র ও চাঁদাবাজি মামলায় রহিম গ্রেফতার |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে অস্ত্র ও চাঁদাবাজির সাত মামলার আসামি আব্দুর রহিম (৪০) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে বগাদানা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রহিম বগাদানা ইউপির পাইকপাড়া গ্রামের গিয়াসউদ্দিন মাস্টার বাড়ির মরহুম মোকজলের রহমান টুকু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিমের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, চুরি ও মারামারির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।