মোহাম্মদ আইয়ুব খান

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করা আমাদের মূল লক্ষ্য

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন, এ দলের প্রতিটি সিদ্ধান্তই নেয়া হয় দেশ ও দলের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে।’

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিজ বাগানবাড়িতে মোহাম্মদ আইয়ুব খান
আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিজ বাগানবাড়িতে মোহাম্মদ আইয়ুব খান |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন, এ দলের প্রতিটি সিদ্ধান্তই নেয়া হয় দেশ ও দলের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে। নেতৃত্ব পর্যায়ের সেই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিজ বাগানবাড়িতে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতা তৈরি করতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইয়ুব খান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। বড় দলের সিদ্ধান্তগুলোও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে নেওয়া হয়। তাই দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, তার পক্ষেই জান-প্রাণ দিয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই এখন আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি আরো বলেন, রাজনীতি শুধু বক্তব্য বা ব্যানারের বিষয় নয়, রাজনীতি হলো ধৈর্য, সংগঠন, বিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহার। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগকে শ্রদ্ধা করি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নিজেদের সমর্পণ করেছি। দল ও নেতৃবৃন্দের প্রতি আনুগত্য বজায় রেখে আমাদের মাঠে থাকতে হবে, মানুষের পাশে, জনগণের পাশে।

বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আজ যদি আমরা থেমে যাই, তাহলে মাঠ ফাঁকা হয়ে যাবে। মানুষের ভরসা দুর্বল হবে। কিন্তু যদি আমরা ঐক্য ধরে রাখি, ৩১ দফা হৃদয়ে ধারণ করি, তাহলে সময় আমাদের পক্ষেই কাজ করবে। মনে রাখবেন আমরা দলকে ভালোবাসি। আর যে দলে ভালোবাসা আছে সেখানে বিশ্বাস সম্মান ও আশা থাকে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।