মাগুরা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম খান ও মারিয়া(৬) নিহত এবং হাবিবা (৮) নামে এক শিশু আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবির।
নিহতরা হলেন- আব্দুস ছালাম খান শ্রীপুরের কাজলী গ্রামের আদেল উদ্দিনের ছেলে। নিহত শিশু মারিয়া ও আহত হাবিবা কেচুয়াডুবি গ্রামের আলাল মোল্লার মেয়ে। তারা যথাক্রমে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থী।
ওসি আলমগীর কবির জানান, সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখাদা দরগা গেটের সামনে মাহেন্দ্র ও পিকাপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অপর ঘটনায় বেলা ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবিতে সড়ক দুর্ঘটনায় একশিশু নিহত ও তার আপন বড়বোন অপর শিশু আহত হয়েছে।
জানা যায়, কেচুয়াডুবি গ্রামের আলাল মোল্লার দুই মেয়ে মারিয়া ও হাবিবা স্কুল থেকে বাড়ি ফেরার সময় দুপুর ১২টার দিকে যশোরগামী গোল্ডেন লাইনের একটি গাড়ি তাদের পেছন থেকে চাপা দেয়। এ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারিয়া মারা যায় এবং হাবিবা আহত হয়।
আহত হাবিবাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘাতক পরিবহনটিকে স্থানীয় জনতা শালিখার আড়পাড়া বাজারে আটক করেছে।
এ বিষয়ে মাগুরা সদর থানায় দু’টি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা হাইওয়ে পুলিশের ওসি।