নিউইয়র্কে হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

বুধবার সন্ধ্যায় উপজেলার কালাবিবি দিঘির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিউইয়র্কে হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ
নিউইয়র্কে হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ |নয়া দিগন্ত

নিউইয়র্কে সন্ত্রাসী কর্তৃক এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চট্টগ্রাম আনোয়ারার এনসিপি ও সহযোগী সংগঠনগুলো।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাবিবি দিঘির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠক দেলোয়ার। এতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠক আকাশ নূর, দক্ষিণ জেলা শ্রমিক উইংয়ের সংগঠক তানভীর ও সাজ্জাদ।

এছাড়া আনোয়ারা উপজেলা শ্রমিক উইংয়ের সংগঠক আহমদ নূর, শাকিল, উপজেলা যুবশক্তির সংগঠক স্বপ্নীল, রিয়াজ, লাভলু, বোরহান, মনির, আরমান ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের উপজেলা সংগঠক শাহরিয়ার, রাফসান ও আকিবসহ আরো অনেকে অংশ নেন।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।