শরীয়তপুরের ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘর, নিহত ১

শরীয়তপুরের জাজিরায় ভোরে ককটেল বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গিয়ে সোহান বেপারী নিহত হয়েছেন এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur
শরীয়তপুরের ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর
শরীয়তপুরের ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর |নয়া দিগন্ত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে বসতঘর উড়ে গিয়ে সোহান বেপারী নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান একই এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। আহদের চিকিৎসার জন্য পারিবারিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে নবীন সরদার (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অপর দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায়, সাগর বেপারীর একটি ঘর ককটেল বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘরের চাল ও বেড়া উড়ে গিয়ে আশপাশে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একটু দূরে পাশের রসুন ক্ষেতে সোহান বেপারীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে ককটেল বিস্ফোরণে একটি বসতঘর উড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই গ্রামের একটি রসুন ক্ষেত থেকে ককটেলের আঘাতে নিহত সোহান বেপারীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ তদন্তসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান ওসি।