লালমনিরহাটের পাটগ্রামে দু’টি সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২১ মে) রাতে তাদের পুশ ইন করা হয়। এদের মধ্যে ১১ জন নারী ৭ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছে। পরে বিজিবি এদের আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি ও থানা পুলিশ জানায়, পাটগ্রাম সদর ইউনিয়নের মেইন পিলার ৮৪৬-এর ৬ নম্বর সাব পিলারের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ জন নারী ও ৪ জন শিশুকে পুশ ইন করে। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪ শ’ গজ অভ্যন্তর থেকে পুশ ইনের শিকার ওই নারী শিশুদেরকে আটক করে।
অন্যদিকে ভোর ৫টার দিকে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট নামক সীমান্তের মেইন পিলার ৮৪৬ নম্বরের ৪ নম্বর সাব পিলার দিয়ে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জের জামালদহ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ জন পুরুষকে পুশ ইন করে। খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫ শ’ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করেন।
আটকরা জানান, গত একমাস ধরে ভারতের গুজরাটের একটি জেলে আটক রাখার পর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে জোরপূর্বক পাটিয়ে দেয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে বিএসএফ সীমান্ত দিয়ে আটকদের বাংলাদেশে পুশ ইন করেছে। পরে বিজিবি তাদের থানায় দিয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে।