কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

লিমা গোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিলে সে বিষক্রিয়া অনুভব করে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে লিমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বাড়ির গোয়াল ঘরে তাকে কামড় দেয় সাপ।

নিহত লিমা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুরের আব্দুল লতিফের মেয়ে ও নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে লিমা গোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিলে সে বিষক্রিয়া অনুভব করতে থাকে। পরে রাত সাড়ে ৩টার দিকে আহত লিমাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শনিবার সকালে মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।