মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী
সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিলা আকতার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাকিব নামে আরো একজন।

শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুততম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। এ সময় শাকিলা আকতারকে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে মারা যান। শাকিব গাজি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘দুর্ঘটনায় আহতদের দ্রুততম সময়ে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।