কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে মোটরসাইকেল র্যালির মাধ্যমে প্রচারণা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে দু’ হাজার মোটরসাইকেল নিয়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে শোডাউন করেন নেতাকর্মীরা।
র্যালিটি কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সুয়াগাজি হয়ে আবার ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘আমরা সবাইকে নিয়ে কুমিল্লাকে একটি আধুনিক শহরে রূপান্তর করব ইনশাআল্লাহ। কুমিল্লাকে বিভাগ, কুমিল্লা বিমানবন্দর চালুকরণসহ বিভিন্ন দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, শিবিরের কুমিল্লা অঞ্চল প্রতিনিধি ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফ্ফর হোসাইন, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ।



