কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে গাছ কাটার সময় করাতের আঘাতে শুকুর আলী (৫০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যুর হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলের দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল এলাকার আনন্দ বাজারে কাছে আয়নালের মালিকানাধীন একটি স’মিলে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুকুর আলী অন্য মিস্ত্রিদের সাথে কাঠ কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ কাঠের আঘাতে ভারসাম্য হারিয়ে তিনি করাতের ওপর পড়ে যান। এতে তার বাম কাঁধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
এ সময় স্থানীয়রা তাকে দ্রুততম সময়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, ‘শুকুর আলী দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করতেন। স’মিলে কাজ করার সময় দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমরা তার পরিবারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করছি।’
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।