ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ভোটের লড়াইয়ে শিবিরের সাবেক তিন কেন্দ্রীয় সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের। তিনি ১৯৮৬-১৯৮৭ ও ১৯৮৭-১৯৮৮সালে দুই মেয়াদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন তিনি। এরই মধ্যে দ ‘টি নির্বাচনী জনসভা করতে সক্ষম হয়েছেন। তরুণ ভোটার আকৃষ্ট করতে তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। এই আসনে বিএনপির প্রার্থী মো: কামরুল হুদা।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এই নির্বাচনে আমাদের প্রার্থীর বিজয় হবে ইনশাআল্লাহ।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মো: ইয়াছিন আরাফাত। তিনি ২০১৭ ও ২০১৮ সালে দুই মেয়াদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
এই আসনে বিএনপি প্রার্থী মো: আবদুল গফুর ভূইঁয়ার মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়ায় নির্বাচনে জয়ের পথে ১০ দলীয় জোটের প্রার্থী মো: ইয়াছিন আরাফাত। নির্বাচনী এলাকায় তিনি জনপ্রিয় নেতা।
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ড. মোবারক হোসাইন। তিনি ২০১৯ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এই আসনে বিএনপির প্রার্থী মো: জসিম উদ্দীন।
ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়া-বুড়িচং এলাকার জনপ্রিয় প্রার্থী। তিনি এলাকায় প্রতীক বরাদ্দের পর ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শিবিরের সাবেক তিন নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন ইনশাল্লাহ।



