চুয়াডাঙ্গায় ২ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এতে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে এখন পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ২ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
চুয়াডাঙ্গায় ২ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার দু’টি সংসদীয় আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনে মনোনীত প্রার্থী রুহুল আমিনের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম নেয়া হয়।

মশিউর রহমান জানান, এ নিয়ে চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে চারজন ও চুয়াডাঙ্গা-২ আসনে দু’জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শ্রমিক-কল্যাণ ফেডারেশনের সভাপতি নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, দর্শনা থানার আমির রেজাউল করিম ও আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদসহ অন্যরা।