দ্বি-বার্ষিক সাধারণ সভা

টঙ্গী প্রেসক্লাবের নতুন সভাপতি মেরাজ, সম্পাদক আজিজুল

শনিবার (২২ নভেম্বর) সকালে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন ও মতামত আদান-প্রদানের পর নতুন কমিটি গঠন করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক |সংগৃহীত

গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন ও মতামত আদান-প্রদানের পর নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মেরাজ উদ্দিন, সহ-সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ রবিন, কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শোভন, সদস্য এম আর নাসির ও মাহবুব তরফদার।

টঙ্গীতে অপ-সাংবাদিকতা প্রতিরোধ করে সুস্থধারার সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা। নতুন নেতৃত্বে প্রেসক্লাবের গতি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এছাড়া সভায় আগত সাংবাদিকরা পেশাদারিত্ব, ঐক্য ও দায়িত্বশীলতার মান আরো উঁচুতে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।