ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একইসাথে সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন।
শনিবার (৩০ আগস্ট) বেলা ৩টা থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
সরাইল উপজেলা জামায়াতের আমির এনাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসেন আকন্দ।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া। এ সময় সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বরকত উল্লাহ মিন্টুসহ অন্য অতিথি ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এদিন বেলা ৩টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত ১২ জন ডাক্তার মিলে কয়েকটি বুথে কয়েক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
এ বিষয়ে সংগঠনটির জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, ‘মানুষের কল্যাণে জামায়াত নিবেদিত হয়ে কাজ করছে। মানবসেবার অংশ হিসেবে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে কয়েক হাজার রোগী সেবা গ্রহণ করেছেন যা আমাদের আয়োজনকে সার্থক করেছে। চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট সবাইকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’