দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আবারো লঞ্চ চলাচল শুরু হয়।

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Rajbari
পাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল শুরু হয়েছে
পাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল শুরু হয়েছে |নয়া দিগন্ত

রাজবাড়ীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আবারো লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে যমুনা নদী উত্তাল হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে নৌরুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, ‘বুধবার (২৫ জুন) বিকেল ৪টা থেকে যমুনা নদীতে প্রবল ঢেউ ও স্রোতের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে দীর্ঘ সময় লঞ্চ বন্ধ থাকায় নদী পারাপারে যাত্রীরা বিকল্পভাবে ফেরিতে নদী পারাপার হয়। এ সময় যাত্রীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। তবে সকালে আবহাওয়া অনুকূলে এলে লঞ্চ যাত্রীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।