আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সাতটি আসনে খালেদা জিয়া, তারেক রহমান, শাহাবুদ্দিন, গোলাম রব্বানীসহ ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ওই ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের তথ্য বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার দফতর থেকে জানানো হয়।
জানা যায়, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া-৬ (সদর) আসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক বগুড়া জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এ ছাড়া প্রতিটি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছ থেকে প্রার্থী ও তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার দফতর থেকে জানানো হয়, ২৫ ডিসেম্বর পর্যন্ত বগুড়া-১ আসনে চারজন, বগুড়া-২ আসনে ছয়জন, বগুড়া-৩ আসনে চারজন, বগুড়া-৪ আসনে চারজন, বগুড়া-৫ আসনে সাতজন, বগুড়া-৬ আসনে চারজন ও বগুড়া-৭ আসনে দু’জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সূত্র জানায়, বগুড়া জেলার সাত আসনের প্রতিটিতে বিএনপি, জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়া জেলার সাত আসনে ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন ভোটার ৯৮৩টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন ও নারী ভোটার ১৫ লাখ ৭৮৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন।



