মুন্সীগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এক চুরির মামলায় হাজিরা দিতে এসে অটোরিকশা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক আসামি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
আটক নিষাদ (২৫) লৌহজং থানার দক্ষিণ মেদেনীমন্ডল (মাওয়া) এলাকার আলতাফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মোবাইলফোন চুরির মামলার হাজিরা দিতে এসে নিষাদ আদালত চত্বর থেকে একটি অটোরিকশা চুরি করার চেষ্টা করেন। এ সময় জনতা তাকে ধরে ফেলেন এবং গণপিটুনি থেকে বাঁচাতে আদালতের পুলিশে সোপর্দ করেন।
কোট পুলিশ সূত্রে জানা যায়, আটক নিষাদ স্বীকার করেছেন যে, তিনি চুরির চেষ্টা করেছিলেন। তার আগের মামলাটি অ্যাডভোকেট বাদলের তালিকাভুক্ত মামলার মধ্যে রয়েছে। বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।