রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাটে ট্রাকের এক্সেল ভেঙে ফেরি চলাচল বন্ধ

‘ঘণ্টার পর ঘণ্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কেউ কোনো তথ্য দিচ্ছে না। বিয়ের গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক, সবাই দুর্ভোগে পড়েছে।’

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাটে ট্রাক ভেঙে ফেরি চলাচল বন্ধ,  দুর্ভোগ চরমে
রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাটে ট্রাক ভেঙে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে |নয়া দিগন্ত

রাজবাড়ীর সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাটে ট্রাকের এক্সেল ভেঙে পড়ায় বন্ধ রয়েছে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটের ফেরি চলাচল।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঘাটে আটকে আছে অন্তত ২০টি যানবাহন এবং ফেরিতে আটকে পড়েছে আরো অন্তত ১০টি গাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে একটি ট্রাকসহ যাত্রী ও পণ্যবাহী যান নিয়ে রওনা দেয়া ‘করবি’ নামের ফেরিটি বিকেল ৪টার দিকে ধাওয়াপাড়া ঘাটে পৌঁছায়। ফেরি থেকে গাড়ি নামানোর সময় হঠাৎ একটি ট্রাকের সামনের পল্টনে এক্সেল ভেঙে গেলে ফেরির সামনে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর থেকেই ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ভেঙে পড়া ট্রাকটি এখনো পল্টনের সামনে দাঁড়িয়ে আছে। ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিআইডাব্লিটিসির ঘাট কতৃপক্ষ জানান, এই ঘাটে গাড়ি সরানোর জন্য কোনো ধরনের যন্ত্রপাতি বা রেকার মজুদ নেই। আশপাশে ঘাট সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারীকেও দেখা যায়নি। অথচ ঘাটের প্রতিপক্ষ ঘাটে একটি রেকার থাকার কথা থাকলেও সেটিও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

ঘাটে অপেক্ষমাণ যাত্রী ও চালকরা জানান, ‘ঘণ্টার পর ঘণ্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কেউ কোনো তথ্য দিচ্ছে না। বিয়ের গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক, সবাই দুর্ভোগে পড়েছে।’

এই ঘটনার কারণে সাধারণ মানুষ, যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাট ব্যবস্থাপনার এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

দ্রুত ব্যবস্থা না নিলে এই দুর্ভোগ আরো দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি সকলের।