সাভারে হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির শ্বশুর ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভুঁইয়া (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
সাভার ট্যানারি ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম সবুজ তার মৃত্যুর খবর নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত থাকেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনি মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সিসিইউতে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তার লাশ ঢাকার ধানমন্ডিতে নিয়ে যান।
এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার মো: তাহির খান জানান- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির শ্বশুর ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভুঁইয়া কে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে।



