মজলিসুল মোফাসসেরিন বাংলাদেশের সহ-সভাপতি ও চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মাওলানা আবু নোমান বলেছেন, ‘দুটি দল দেখা হয়ে গেছে, তারা মুদ্রার এপিঠ–ওপিঠ। তারা এ দেশের মানুষকে সন্ত্রাস, লুটপাট ও ব্যাংক ডাকাতি ছাড়া কিছু দিতে পারেনি। আজ সময়ের দাবি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে ওলামাদের ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের কোনো বিকল্প নেই। ডাকসু, চাকসু, রাকসু ও জাকসুর মতো আলেমওলামাদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় হবে।’
শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় মিঠাছরা সাসা ক্লাবে আয়োজিত জামায়াতের মিরসরাই উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কোরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সেক্রেটারি মফিজুল হক ছিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোকতার আহমদ, মিঠাছরা ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাকী, মাওলানা আবুল বশর, মাওলানা কেফায়েত উল্ল্যাহ ও মাওলানা এমদাদুল হক প্রমুখ।



