গৌরনদীতে জামায়াত মনোনীত প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদীতে জামায়াত মনোনীত প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
গৌরনদীতে জামায়াত মনোনীত প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন |নয়া দিগন্ত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমিন, সেক্রেটারি মো: বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজ, পৌর ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো: আমীরুল ইসলাম শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি কামরুল ইসলাম খান বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গোৎসব। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সব সময় সহযোগিতা করবে।’

এসময় জামায়াত মনোনীত প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্ম-বর্ণের জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।