নীলফামারী-১ আসন

ধানের শীষের প্রার্থী দেয়ার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বক্তারা বলেন, হাই কমান্ডকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এই আসন জোটের প্রার্থীকে ছেড়ে দেয়া হলে বিএনপি একটি গুরুত্বপূর্ণ আসন হারাবে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
ডোমার উপজেলার গোমনাতি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিএনপির কর্মীরা
ডোমার উপজেলার গোমনাতি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিএনপির কর্মীরা |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের প্রার্থী বাদ দিয়ে ধানের শীষের প্রার্থী প্রদানের দাবিতে নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোমনাতি বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে প্রার্থী ঘোষণার ঘোষণার দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ধানের শীষের কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তৃতা করেন ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবু, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুল, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রইছুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বাবু, জোড়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আখতারুজ্জামান লিখনসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, হাই কমান্ডকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এই আসন জোটের প্রার্থীকে ছেড়ে দেয়া হলে বিএনপি একটি গুরুত্বপূর্ণ আসন হারাবে। রাজনৈতিক বাস্তবতা ও জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে তুহিনকে মনোনয়ন না দিলে দলীয়ভাবে নেতাকর্মীদের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হবে।

গত ২৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মা সেলিনা ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন। নীলফামারী-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিদার ছিলেন প্রকৌশলী তুহিন। মনোনয়ন পাওয়ার আশায় তিনি এলাকায় দীর্ঘদিন ধরে গণসংযোগ কর্মসূচি চালিয়ে আসছিলেন ।