কুমিল্লায় সড়ক ও জনপথ (সওজ) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জোনাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সওজকে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। সড়ক অবকাঠামোর উন্নয়ন করে সওজকে রাষ্ট্র ও সমাজের কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সড়ক পরিবারের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) সকালে কুমিল্লা সড়ক ভবন সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সওজের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (কুমিল্লা অঞ্চল) রোকন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কুমিল্লা জেলা নির্বাহী কমিটির সভাপতি সড়ক সার্কেল কুমিল্লার সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান ঈমামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক মোফাজ্জল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সওজের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: মমিনুল ইসলাম, ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মো: হাফিজ উদ্দিন, সওজের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম হাওলাদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য-২, মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মু. তারিক হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন সওজের উপ বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, সওজ কুমিল্লা জোনের সহকারী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, উপ সহকারী প্রকৌশলী ফারুক হোসেন। ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কুমিল্লা জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো: হুমায়ূন কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কুমিল্লা সড়ক ভবন মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ শরাফতি। জোনাল সম্মেলনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



