এনসিপি বগুড়া জেলা সমন্বয় কমিটি ঘোষণা

এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা এনসিপি’র ভেরিফাইড অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বাম থেকে সাকিব মাহেদী ও আব্দুল্লাহিত তাকি
বাম থেকে সাকিব মাহেদী ও আব্দুল্লাহিত তাকি |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার কার্যক্রমকে আরো গতিশীল করতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদীকে প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় সংগঠক রাফিয়া সুলতানা রাফি এবং জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকিকে যুগ্ম-সমন্বয়ক করে ২০ সদস্যদের একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা এনসিপি’র ভেরিফাইড অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- মোশাররফ হোসেন স্বপন, লুৎফর রহমান নয়ন, ইজাজ আল ওয়াসী জীম, ডা: আব্দুল্লাহ আল সানী, রাকিবুল ইসলাম সানি, রাশেদ সাদাত, সাইফুল ইসলাম বুলবুল, জাহাঙ্গীর আলম, সুলতান মাহমুদ, হুমায়ন কবির হিমু, মো: খোকন মাহমুদ, মতিউর রহমান পিটু, আহমেদ সাব্বির, সৈয়দ সোহেল আহমেদ লিটন, শওকত ইমরান, ইঞ্জিনিয়ার ওয়াসিউল মান্নান (অন্তর) ও মো: আজিজুর রহমান (অন্তর)। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি বলবৎ থাকবে।