চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা লোহাগাড়ার নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনকালীন পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
সাতকানিয়া ও লোহাগাড়ায় অবৈধ অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রতি নাজমুল মোস্তফা আমিন আহ্বান জানান, ‘ভোট গ্রহণের আগে এ জনপদে অস্ত্র উদ্ধারে যেন সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অন্যথায় সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের ভোট প্রদান থেকে বিরত রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি। ভোট কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে ভোটারদের কেন্দ্র ছেড়ে না আসার আহ্বান রইলো।’
তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘বিএনপি কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। ভোটাররা যদি নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার বিনিময়ে নমিনেশন নেয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এটি মিথ্যা বলে দাবি করে বলেন, ‘দল যোগ্য প্রার্থীকেই নমিনেশন দিয়েছে।’
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা ও এলাকার বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরলে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে।’
সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, ফৌজুল কবির ফজলু ও সালাউদ্দিন চৌধুরী সোহেল।



