গাজীপুর মহানগরের টঙ্গী গাজীপুরা স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শনিবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কাররখানাটির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষকারী দু’ পক্ষের এক পক্ষের নেতৃত্বে ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা আল-মামুন এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিএনপি নেতা হুমায়ন কাজী। উভয় পক্ষই মহাসড়কের দু’পাশে দেশীয় অস্ত্রশস্ত্র সমেত অবস্থান নিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কাজীর লোকজন স্যাটার্ন কারখানার ওয়েস্টেজ মালামাল আনতে গেলে মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি হালিম মোল্লার অনুসারীরা বাধা দেয়। এতে দু’ পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে হুমায়ুন কাজী জানান, তার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজ গত ১০ আগস্ট থেকে চুক্তি অনুযায়ী স্যাটার্ন কারখানার ওয়েস্টেজ মালামাল সংগ্রহ করে আসছে। শনিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষের সাথে মালামাল সংগ্রহের ব্যাপারে কথা বলতে গেলে মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি হালিম মোল্লার অনুসারী আল-মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী কারখানার সামনে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং তাকে লক্ষ্য করে গাল-মন্দ করে। এ সময় হুমায়ুন কাজীর অনুসারীরা প্রতিরোধ করার চেষ্টা করলে প্রতিপক্ষরা তাদেরকে লক্ষ্য করে ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে আল-মামুন বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারা সব কারখানার ঝুট ব্যবসা থেকে সরে গেলেও স্যাটার্ন কারখানায় এখনো তারা নির্বিঘ্নে ব্যবসা করছে। এ কারখানার ঝুটের টাকায় তারা নাশকতাসহ সরকারবিরোধী বিভিন্ন তৎপরতায় লিপ্ত। এ কারখানা থেকে আওয়ামী লীগ নেতাদের ঝুট নামাতে বাধা দিতে এলে বিএনপির নাম ভাঙ্গিয়ে কাজী হুমায়ুন আমাদের ওপর হামলা চালায়। মূলত কাজী হুমায়ুন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের ব্যবসা রক্ষার চেষ্টা করছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।’