জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) পারভেজ রানা বিষিয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানাধীন এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা পারভেজ রানা জানান, নাবালিকা শিশুকে (১৩) গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু। জুলাই গণঅভ্যুত্থানে কাশিমপুর কারাগার থেকে অন্য কয়েদির সাথে যোগসাজশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে কারারক্ষীদের জিম্মি করে গেট ভেঙে তিনি পালিয়ে যায়। পরে পলাতক কয়েদিদের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা রুজু হয়। ওই মামলায় তিনি আসামি।