বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
মির্জা আল মাহমুদ
মির্জা আল মাহমুদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্যপদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।

তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এর আগে, বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

দলীয় সূত্র জানায়, মির্জা আল মাহমুদ ময়মনসিংহ নগরীর চূড়খাই এলাকার বাসিন্দা। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে একাধিক মামলা, হামলায় নির্যাতিত এই নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সত্যতা নিশ্চিত করে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং অনুগত। আগামী দিনেও দলের যেকোনো কর্মকাণ্ড বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি ময়মনসিংহ-৪ (সদর) আসনে দল আমাকে মূল্যায়ন করবে।’

এর আগে, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যপদ থেকে বহিস্কার হন মির্জা আল মাহমুদ। পরে ২০২৩ সালের ৬ মার্চ এ বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন তিনি। মূলত ওই আবেদন বিবেচনায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।