ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা শহীদ মিনার থেকে গণমিছিলটি বের হয়ে সড়ক ও বাজার প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আযম খান, রেজাউল করিম রেজা ও ছাত্রদল নেতা জনি প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ইহসানুল হক মঞ্জু বলেন, ‘নির্বাচনে বিএনপির মনোনয়ন যথাযথ হয়নি। যোগ্য প্রার্থীর অভাবে মেলান্দহ-মাদারগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়নি। তাই দলের কেন্দ্রীয় কমিটির কাছে এ অঞ্চলের ভোটারদের দাবি অনুযায়ী দলের প্রাথমিক মনোনয়ন প্রার্থীকে পরিবর্তন করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবি জানাই।
উল্লেখ্য, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে।



